বুধ গ্রহ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এই নিবন্ধটি সৌরজগতের একটি গ্রহ সম্পর্কিত; একই বানানের অন্যান্য নিবন্ধের জন্য, বুধ (দ্ব্যর্থতা নিরসন) দেখুন।
মেসেঞ্জার কর্তৃক তোলা বুধের ছবি
| |||||||||||||
বিবরণ | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
উচ্চারণ | i/ˈmɜrkjəri/ | ||||||||||||
বিশেষণ | Mercurian,[১] Hermian[২] | ||||||||||||
কক্ষপথের বৈশিষ্ট্য[৫] | |||||||||||||
যুগ J2000 | |||||||||||||
অপসূর | |||||||||||||
অনুসূর |
| ||||||||||||
অর্ধ-মুখ্য অক্ষ |
| ||||||||||||
উৎকেন্দ্রিকতা | 0.205 630[৩] | ||||||||||||
কক্ষীয় পর্যায়কাল | |||||||||||||
যুতিকাল | 115.88 d[৩] | ||||||||||||
গড় কক্ষীয় দ্রুতি | 47.362 km/s[৩] | ||||||||||||
গড় ব্যত্যয় | 174.796° | ||||||||||||
নতি |
| ||||||||||||
উদ্বিন্দুর দ্রাঘিমা | 48.331° | ||||||||||||
অনুসূরের উপপত্তি | 29.124° | ||||||||||||
উপগ্রহসমূহ | None | ||||||||||||
ভৌত বৈশিষ্ট্যসমূহ | |||||||||||||
গড় ব্যাসার্ধ | |||||||||||||
সমরূপতার | 0[৭] | ||||||||||||
পৃষ্ঠের ক্ষেত্রফল |
| ||||||||||||
আয়তন |
| ||||||||||||
ভর |
| ||||||||||||
গড় ঘনত্ব | 5.৪২৭g/cm3[৬] | ||||||||||||
বিষুবীয় পৃষ্ঠের অভিকর্ষ | |||||||||||||
মুক্তি বেগ | 4.25 km/s[৬] | ||||||||||||
নাক্ষত্রিক ঘূর্ণনকাল |
| ||||||||||||
বিষুবীয় অঞ্চলে ঘূর্ণন বেগ | ১০.৮৯২ কিমি/ঘ (৩.০২৬ মি/সে) | ||||||||||||
অক্ষীয় ঢাল | 2.11′ ± 0.1′[৮] | ||||||||||||
উত্তর মেরুরবিষুবাংশ |
| ||||||||||||
উত্তর মেরুরবিষুবলম্ব | ৬১.৪৫°[৩] | ||||||||||||
প্রতিফলন অনুপাত | |||||||||||||
| |||||||||||||
আপাত মান | −২.৬[১০] to 5.7[৩][১১] | ||||||||||||
কৌণিক ব্যাস | ৪.৫–১৩″[৩] | ||||||||||||
বায়ুমণ্ডল[৩] | |||||||||||||
পৃষ্ঠের চাপ | trace | ||||||||||||
গঠন |
| ||||||||||||
বুধ (ইংরেজি Mercury; আ-ধ্ব-ব: [ˈmɜ(ɹ).kjə.ɹi]) মার্কিউরী) সৌরজগতের প্রথম এবং ক্ষুদ্রতম গ্রহ। এটি সূর্যের সর্বাপেক্ষা নিকটতম গ্রহ। এর কোনও উপগ্রহ নাই। এটি সূর্যকে প্রতি ৮৮ দিনে একবার প্রদক্ষিণ করে। এর উজ্জ্বলতার আপাত মান-২.০ থেকে ৫.৫ পর্যন্ত হয়ে থাকে। কিন্তু একে পৃথিবী থেকে সহজে দেখা যায় না, কারণ সুর্যের সাথে এর বৃহত্তম কৌণিক পার্থক্য হচ্ছে মাত্র ২৮.৩ ডিগ্রী। কেবল সকাল ও সন্ধ্যার ক্ষীণ আলোয় একে দেখা যায়। গ্রহটি সম্বন্ধে তুলনামূলক অনেক কম তথ্য জানা গেছে। বুধের দিকে অগ্রসর হয়েছে এমন একমাত্র নভোযান হচ্ছে মেরিনার ১০ যা ১৯৭৪ - ১৯৭৫ সালে অভিযান চালায়।
ভৌত বৈশিষ্ট্যের দিক দিয়ে বুধ অনেকটা চাঁদের মতো, কারণ এই গ্রহেও রয়েছে প্রচুর খাঁদ। গ্রহটির কোনও স্থিতিশীল বায়ুমণ্ডল নেই, নেই কোনও প্রাকৃতিক উপগ্রহ। এর একটি সুবৃহৎ লৌহ কেন্দ্র রয়েছে। এই কেন্দ্র কর্তৃক উৎপাদিত চৌম্বক ক্ষেত্র পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের তুলনায় ০.১% অধিক শক্তিশালী। বুধের পৃষ্ঠতলের তাপমাত্রা ৯০ থেকে ৭০০ কেলভিনের মধ্যে থাকে। সবচেয়ে উত্তপ্ত স্থান হচ্ছে অর্ধসৌর বিন্দু এবং শীতলতম স্থান হল এর মেরুর নিকটে অবস্থিত খাদসমূহের নিম্ন বিন্দু।
ليست هناك تعليقات:
إرسال تعليق